History

মানিকাচর লালমিয়া সরকার লতিফ মুন্সী মডেল উচ্চ বিদ্যালয় মেঘনা, কুমিল্লা

ইতিহাস

মানিকারচর লালমিয়া সরকার লতিফ মুন্সী মডেল উচ্চ বিদ্যালয় নামক শিক্ষালয়টি মেঘনা উপজেলা প্রাণকেন্দ্রে অবস্থিত একমাত্র স্বীকৃত মডেল প্রতিষ্ঠান। ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ এ আলোকিত শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মৌলভী সিরাজুল হক সরকার যিনি প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মৌলভী সিরাজুল হক সরকার এর পিতা মৌলভী লালমিয়া সরকার এবং প্রতিষ্ঠানের অন্যতম জমি প্রদানকারী আবদুল খালেক মুন্সী, ছানাউল্লাহ মাস্টার ও তফাজ্জল হোসেন ত্রয়ের পিতা আবদুল লতিফ মুন্সী’র নামানুসারে মানিকারচর এল.এল. উচ্চ বিদ্যালয় নামকরণ করা হয়। উল্লেখ্য, মৌলভী লালমিয়া সরকার’র নামীয় আদ্যক্ষর এর এল. এবং আবদুল লতিফ মুন্সী’র নামীয় আদ্যক্ষর এর এল. সংযোজন করে প্রতিষ্ঠানটি নামকরণ সম্পন্ন করা হয়।

২০০৯ সালে পাইলট প্রজেক্টে মডেল প্রতিষ্ঠান হিসেবে উক্ত প্রতিষ্ঠানটি নির্বাচিত হওয়ায় সরকার কর্তৃক প্রদানকৃত ‘মডেল’ শব্দটি সংযুক্ত হয়ে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয় ‘মানিকারচর এল. এল. মডেল উচ্চ বিদ্যালয়’। অত:পর  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক মডেল স্কুল হিসেবে স্বীকৃতি প্রদান করায় কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক উক্ত বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে একমাত্র মডেল প্রতিষ্ঠান হিসেবে ‘মানিকারচর এল. এল. মডেল উচ্চ বিদ্যালয়’ নামে লিপিবদ্ধ ও অন্তর্ভূক্ত করেন।

শিক্ষামন্ত্রণালয় ও মাউশি’র বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে ২০২৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃক প্রতিষ্ঠানের নামীয় সংক্ষিপ্ত আদ্যক্ষর এল. এল. এর পূর্ণরূপ ‘মানিকারচর লালমিয়া সরকার লতিফ মু্ন্সী মডেল উচ্চ বিদ্যালয়’ সংযোজন করে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ নাম লিপিবদ্ধ করা হয়।   

প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শিক্ষায় আধুনিকায়নের পাশাপাশি শিক্ষার্থীর মানসিক বিকাশের ক্ষেত্রেও কিছু কার্যকর ব্যবস্থা গ্রহনের প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া শুরু থেকে অধ্যাবদি প্রতিষ্ঠানে অধ্যয়নকারী ছাত্র-ছাত্রীদের সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন।

ধন্যবাদ।।