কেন পড়বেন?
প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য সমূহ :
1) শিক্ষাবর্ষের কার্যক্রম যথাসময়ে শুরু ও সম্পন্ন করা হয়।
2) অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমন্ডলী দ্বারা পাঠদান করা হয়।
3) গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদেও বিনা বেতনে অধ্যয়নসহ উপবৃত্তি ও মেধাবৃত্তি প্রদান করা হবে।
4) ছাত্রীদের পৃথক একাডেমিক ভবনে পাঠদানের ব্যবস্থা রয়েছে।
5) নিরাপদ ও সুপরিসর স্থায়ী ক্যাম্পাস।
6) পরিচ্ছন্ন, সুসজ্জিত ও আধুনিক শ্রেণিকক্ষ।
7) নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং অভিভাবকদের সাথে পড়াশুনার বিষয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।
8) অত্যাধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব।
9) পর্যাপ্ত পুস্তকের সমাহারে সুপরিসর লাইব্রেরি।
10) সম্পূর্ণরূপে ধূমপান ও রাজনীতিমুক্ত পরিবেশ।
11) প্রতি শিক্ষাবর্ষে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা হয়।
12) শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দ্বারা নিয়মিত পর্যবেক্ষণ।
13)পাবলিক পরীক্ষা সমূহে শিক্ষার্থীদের A+ সহ শতভাগ পাশের সর্বোচ্চ প্রচেষ্টা এবং জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
14) স্কাউট/গার্লস গাইড ও রোভার স্কাউটে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়।
15) অর্ধবার্ষিক/ প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে কমপক্ষে ১টি শ্রেণি অভীক্ষা/মডেল পরীক্ষা গ্রহণ এবং নির্বাচনী/বার্ষিক পরীক্ষার পূর্বে কমপক্ষে ১টি শ্রেণি অভীক্ষা/মডেল পরীক্ষা গ্রহণ করা হয়। শিক্ষার্থীদের পাঠ অগ্রগতির বিষয়ে অভিভাবকের অবহতির জন্য পাঠোন্নতিপত্র প্রদান এবং তা ফেরত নেওয়া হয়। এ ছাড়া প্রধান শিক্ষক মহোদয়ের অনুমতিক্রমে নির্বাচনী/বার্ষিক পরীক্ষার উত্তরপত্রও অভিভাবককে দেখানো হয় (প্রযোজ্য ক্ষেত্রে)।
16) নিয়মিত অভিভাবক সমাবেশ আয়োজন এবং অভিভাবকদের সাথে পড়াশুনার বিষয়ে খোলামেলা মতবিনিময় করা হয়।
17) সহ-শিক্ষাক্রমিক কার্যক্রম হিসেবে খেলাধুলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, স্কাউট ও গালর্স গাইড, বার্ষিক বনভোজন, শিক্ষা সফর, বিভিন্ন ক্লাব কার্যক্রম: আইসিটি ক্লাব, বিজ্ঞান ক্লাব, সাধারণ জ্ঞান ক্লাব, বিতর্ক ক্লাব, ল্যাংগুয়েজ ক্লাব, গণিত অলিম্পিয়াড ক্লাব ও সেমিনার, প্রদর্শণী ও কুইজ প্রতিযোগীতামূলক কার্যক্রম বাস্তবায়ন।
18) জাতীয় গুরুত্বপূর্ণ দিবস (ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শিশু দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জাতীয় শোক দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস) এবং সরকার কর্তৃক নির্ধারিত দিবস সমূহ যথাযথ মর্যাদায় পরিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করা হয়।
ধন্যবাদ।।